রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে অগ্রণী ব্যাংকে চুরির ঘটনায় তিন নারী আটক নড়াইলে বিশ্বখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে পলাতক আসামী ২ জন গ্রেপ্তার তুহিন হত্যাসহ সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার দাবি — শিবলী সাদিক খান নবীনগর হুরুয়া ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট  ফাইনাল খেলা অনুষ্ঠিত। মাগুরার শ্রীপুরে চাকদাহ-ইছাপুর সড়কের বেহাল দশা: খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী কালিয়াকৈরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন নবীনগর কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

সীমান্তে কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ : ৪৮ বিজিবির সফল অভিযান

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫ সময় দেখুন

সীমান্তে কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ : ৪৮ বিজিবির সফল অভিযান

সিলেটের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সাড়ে এক কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) একাধিক সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় সানগ্লাস, বিভিন্ন ধরনের ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, শিং মাছ (পাচারের সময় জব্দ), এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৭২৫ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছি। নিয়মিত অভিযান এবং গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে।”

তিনি আরও জানান, আইন অনুযায়ী জব্দকৃত পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

বিজিবির এই অভিযান সীমান্তে নিরাপত্তা জোরদার, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং বৈধ বাণিজ্যের পরিবেশ বজায় রাখতে একটি কার্যকর উদাহরণ হয়ে উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD