জেনারেল হারুন-অর-রশীদের মৃত্যুতে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরীর শোক
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও বীর মুক্তিযোদ্ধা জেনারেল হারুন-অর-রশীদ (অবঃ), বীর প্রতীক-এর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
৫ আগস্ট মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি জানান, জেনারেল হারুন-অর-রশীদ ছিলেন মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা একজন সাহসী সৈনিক এবং দেশের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন গর্বিত সন্তান। দেশের জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।