ছাতকে জামায়াতের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বিশাল গণমিছিল ও সমাবেশ
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের’ প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আসর পৌর শহরের লাল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। তিনি বলেন, “গত ১৬ বছরেরও বেশি সময় ধরে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ দেশের জাতীয় নেতৃত্বকে হত্যার ষড়যন্ত্র, গুম, খুন ও লুটতরাজের মধ্য দিয়ে এক ভয়াবহ দমন-পীড়ন চালানো হয়েছে। এরই প্রেক্ষিতে সাধারণ ছাত্র-জনতার জীবন দিয়ে যে ‘জুলাই বিপ্লব’ সংঘটিত হয়েছিল, তা ছিল একটি ঐতিহাসিক প্রতিরোধ।”
তিনি আরও বলেন, “এই বিপ্লবের চেতনা অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। যারা অতীতে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারা নিজেরাই আজ রাজনৈতিকভাবে পরাজিত ও বিতাড়িত।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আকবর আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা শূরা সদস্য শাহ আলম, পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা নায়েবে আমীর সৈয়দ মনসুর, সহকারী সেক্রেটারি আব্দুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মিজানুর রহমান, পৌর সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী ছাত্রশিবির নেতা মাসুদ আহমদ, তাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণমিছিলে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।