বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ জেনারেল হারুন-অর-রশীদের মৃত্যুতে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরীর শোক স্বৈরশাসকের পতনের এক বছর, আর দেরি নয়—দ্রুত জাতীয় নির্বাচনের দাবি মিলনের ছাতকের গোবিন্দগঞ্জে মিজান চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল ছাতকে খেলাফত মজলিসের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে জামায়াতের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বিশাল গণমিছিল ও সমাবেশ ঢাকা _২ আসনের ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমির নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল তারাকান্দায় বিএনপির বিজয় র‌্যালি রাজিবপুরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিভিন্ন দলের বিজয় র‌্যালি ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সেলিম মাহবুব, ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯ সময় দেখুন

ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছাতকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, উপজেলা শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, এনসিপি নেতা এহসানুল মাহবুব জুবায়ের, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, সেলিম মাহবুব, আরিফুর রহমান মানিক, সুজন তালুকদার, তানভীর আহমদ জাকির, মাওলানা আব্দুল কাদির, নৌ পুলিশের এসআই অপু, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন ও সাদেক আহমেদ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ছিল দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে ছাত্র ও সাধারণ জনগণের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ এবং বিজয় বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় নতুন পথ তৈরি করে দেয়। বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD