বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে তরুণের আস্থা মাহবুবুর রহমান নড়াইলের লোহাগড়ায় শিশু নুসরাত হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড জগন্নাথপুরে কুশিয়ারার নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি লালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের বিশাল গণ মিছিল অনুষ্ঠিত কাহারোলে  ইউএনও’র বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও’র যোগদান জুলাই পুনর্জাগরণ উপলক্ষে কৃষি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার বৃক্ষ রোপন কর্মসূচি লালপুরে জুলাই বিপ্লবে আহত ৫ যোদ্ধাকে সম্মাননা প্রদানসাইকেল ৫ আগস্ট’ হোক গণতন্ত্র ও সুশাসনের প্রতিশ্রুতির প্রতীক: এমরান আহমদ চৌধুরী ভোটাধিকার নিশ্চিত হলেই গণতন্ত্রের পূর্ণতা আসবে : মিফতাহ্ সিদ্দিকী”

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান: পুতুল।

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ সময় দেখুন

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান: পুতুল।

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ দলের ভেতর শৃঙ্খলা।

মঙ্গলবার(৫ আগস্ট) বিকেলে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, দল কি নির্দেশ দিচ্ছে কর্মীদের সেটা মাথায় রাখতে হবে। দল কারো ব্যক্তির জন্য নয়, আমরা দলের একেক জন ক্ষুদ্র কর্মী মাত্র। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যে এদিক-ওদিক যাবে সে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে।

পুতুল বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ছাত্রদলের অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমান বলেছেন যুবসমাজকে তিনি প্রতিষ্ঠিত করতে চান, যা দেশের জন্য সম্পদ হবে। রাষ্ট্রের জন্য সম্পদ হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে পুতুল বলেন, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। যাতে আপনার সন্তান আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD