রাজিবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মজনু উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাংগী গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাট কাটতে গিয়ে মজনুকে সাপে কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। পরে একটি সাপকে ইঁদুরের গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন।
দুপুরের দিকে তার শরীরে ব্যথা অনুভূত হলে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে সাপে কাটা রোগীদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ভাগ্যজনকভাবে, পথেই বিকেলের দিকে তার মৃত্যু হয়।
এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, সাপে কাটা রোগীর চিকিৎসায় ভ্যাকসিন সবসময় শহরের হাসপাতালেই মজুদ থাকে। গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন।
তারা দ্রুত উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ ও সংরক্ষণের দাবি জানান।