বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে তরুণের আস্থা মাহবুবুর রহমান নড়াইলের লোহাগড়ায় শিশু নুসরাত হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড জগন্নাথপুরে কুশিয়ারার নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি লালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের বিশাল গণ মিছিল অনুষ্ঠিত কাহারোলে  ইউএনও’র বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও’র যোগদান জুলাই পুনর্জাগরণ উপলক্ষে কৃষি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার বৃক্ষ রোপন কর্মসূচি লালপুরে জুলাই বিপ্লবে আহত ৫ যোদ্ধাকে সম্মাননা প্রদানসাইকেল ৫ আগস্ট’ হোক গণতন্ত্র ও সুশাসনের প্রতিশ্রুতির প্রতীক: এমরান আহমদ চৌধুরী ভোটাধিকার নিশ্চিত হলেই গণতন্ত্রের পূর্ণতা আসবে : মিফতাহ্ সিদ্দিকী”

আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে কালিয়াকৈরে বিজয় সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৩ সময় দেখুন

আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে কালিয়াকৈরে বিজয় সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট (মঙ্গলবার) গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় (মডেল মসজিদ সংলগ্ন) এক বিশাল বিজয় সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদের সঞ্চালনায়
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান,
পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলী মিলন,
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান,পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শামসুজ্জামান শিপলু বকসীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নেতারা তাঁদের বক্তব্যে বলেন, “গত বছরের এই দিনে ছাত্র-জনতার বীরত্বপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রবিরোধী আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এ বিজয় শুধু বিএনপির নয়, এটি দেশের স্বাধীনতাকামী ও গণতন্ত্রপ্রত্যাশী সকল মানুষের অর্জন।সমাবেশ শেষে এক বিশাল বিজয় র‍্যালি বের হয়, যা কালিয়াকৈরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে সরকারের দমননীতি ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।বৃষ্টি থাকা সত্ত্বেও সমাবেশ ও র‍্যালিতে সাধারণ জনগণসহ বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।নেতাকর্মীরা এই আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD