ছাতকে পল্লী চিকিৎসকের আত্মহত্যা
সুনামগঞ্জের ছাতক উপজেলার কহল্লা গ্রামে স্বপন দেবনাথ (৩২) নামে এক পল্লী চিকিৎসক আত্মহত্যা করেছেন। তিনি ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামের শৈলেন দেবনাথের ছেলে এবং লাকেশ্বর বাজারের ‘সুরক্ষা ফার্মেসি’র পরিচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন দেবনাথ সম্প্রতি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। কয়েকদিন ধরেই তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের উপর ধারালো দা নিয়ে হামলার চেষ্টা করছিলেন। সোমবার (৪ আগস্ট) সকালেও তিনি প্রতিবেশীদের ধাওয়া করেন বলে জানা গেছে।
মাত্র এক মাস আগে তার বিয়ে হয়েছিল। তবে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘরের খাটের ওপর থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, “স্বপন দেবনাথ নামে একজনের আত্মহত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।”
তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।