মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

ছাতকে মরাগাং নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

সেলিম মাহবুব, ছাতক:
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ সময় দেখুন

ছাতকে মরাগাং নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাঁদা চানপুর ও পান্ডবসহ আশপাশের এলাকার বাসিন্দারা মরাগাং নদী থেকে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার বিকেলে ইসলাম বাজার সেতুর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নেছার আলী এবং সঞ্চালনায় ছিলেন স্থানীয় যুবক রিপন আহমদ রুপন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ফকির টিলা-সোনালী চেলা সিএনজি স্টেশনের সাবেক সভাপতি তেরা মিয়া, সদস্য শামীম মিয়া, স্থানীয় বিশিষ্টজন আবুল হোসেন, আমিনুর রহমান, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আয়েছ আহমদ, নারী প্রতিনিধি আম্বিয়া বেগম, নূর জাহান বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা অভিযোগ করেন, মরাগাং নদী, নরসিংপুর, গিলাছড়া, বীরেন্দ্র নগরসহ বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। তারা অভিযোগ করেন, এই কার্যক্রমে একটি প্রভাবশালী চক্র জড়িত, যারা কোনো বৈধ অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করছে।

এ সময় বক্তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ছাতক থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে ছয়টি গ্রামের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান তাদের প্রতিবাদী কণ্ঠ তুলে ধরার জন্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD