মোহনগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—টেংগাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান দক্ষিণপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) এবং খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার দুর্জয় পাঠান (২৪)।
মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযানকালে রাব্বির বাড়ির একটি কক্ষে থাকা অবস্থায় তিনজনকে আটক করা হয়। শরীর তল্লাশির সময় রাব্বির কাছে ৮১ পিস, কাশেমের কাছে ১৯ পিস এবং দুর্জয়ের কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।