চট্টগ্রামে ৬৭৫ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার
চট্টগ্রাম, ১ আগস্ট ২০২৫:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের একটি বিশেষ অভিযানে ৬৭৫ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক জনাব জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ১ আগস্ট সকালে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কের পাশে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক পাচারকারী শ্রী স্বপন কুমার দাস (৪০) নামের একজন ব্যক্তিকে ৬৭৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর পরিচয়:নাম: শ্রী স্বপন কুমার দাস (৪০)পিতা: মৃত সুনিল দাস, মাতা: বাদলী বালা দাস স্ত্রী: মুক্তা বিশ্বাস ঠিকানা: গ্রাম: বেজ পাড়া, ডাকঘর: নলডাঙ্গা, থানা: কালীগঞ্জ, জেলা: ঝিনাইদহ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়ন অব্যাহত থাকবে।