শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সাজাভুক্ত ২ আসামী গ্রেফতার” কোটে প্রেরণ করা হয়েছে মোহনগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে, বিএনপিকে জয়যুক্ত করতে হবে–মো: মাহবুবুর রহমান নড়াইলে পুলিশ সদস্যদের তিনদিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন এসপি রবিউল ইসলাম ছাতকের ‘তারা বিলের’ মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত খুলনার বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এম হায়াত উদ্দিন   হত্যার প্রতিবাদে মানববন্ধন। ছাতকে ব্র‍্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি অসুস্থ সাংবাদিক বদর উদ্দিন আহমদের পাশে সাংবাদিকবৃন্দ ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ছাতকে থানার তৎপরতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

১০ শহীদের স্মরণে মাগুরায় শোক র‌্যালি ও দোয়া মাহফিল

মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন

১০ শহীদের স্মরণে মাগুরায় শোক র‌্যালি ও দোয়া মাহফিল

মাগুরায় ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত ট্র্যাজেডিতে শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ ফরহাদসহ ১০ জন শহীদের স্মরণে এক শোক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মাগুরা পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

শোক র‌্যালিটি শুরু হয় সেই ঐতিহাসিক স্থান থেকে — ঢাকা রোডে, যেখানে শহীদ রাব্বি ও ফরহাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক দোয়া মাহফিল।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কিশোরসহ বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

নেতারা বক্তব্যে বলেন—
“শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাঁদের আত্মত্যাগের মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন, সেই বাংলাদেশে আর যেন কখনো ফ্যাসিবাদী শাসনের ছায়া না পড়ে। শহীদের রক্ত আমাদের সংগ্রামের শক্তি, আমাদের চেতনার বাতিঘর।”

দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD