কালিয়াকৈরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, কভার্ডভ্যান পুকুরে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ঢুলিবাড়ি এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ীয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পুকুরে পড়ে যায়। এতে দুই চালক ও অপর একজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) পলি আক্তার বলেন, “এই দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে কেউ এখনো কিছু জানায়নি।”