সাভারে ৫ বোনের পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে
ঢাকার সাভারে ৫ বোনের পৈতৃক সম্পত্তি ও একটি ২৫ ফুট প্রস্থের রাস্তা অবৈধভাবে জবরদখলের অভিযোগ উঠেছে কফিল উদ্দিন (৫৬) ও বসির উদ্দিন (৪২) নামে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় হামলার শিকার হয়েছেন তাদের ভাগনে মোঃ আল-আমিন হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মফিজ উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ হিসেবে তার ৫ কন্যা ও ২ পুত্র মালিকানা লাভ করেন। পরে আপসনামা ও নকশার মাধ্যমে উক্ত সম্পত্তির উত্তর পাশে ২৫ ফুট রাস্তা রেখে জমি ভাগ-বণ্টন করা হয়। তবে কফিল উদ্দিন ও বসির উদ্দিন দীর্ঘদিন যাবত ওই রাস্তা ও বোনদের অংশ জবরদখল করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ।
সম্পত্তি দখল ঠেকাতে গিয়ে হামলার শিকার হন মোঃ আল-আমিন। এ ঘটনায় গত সোমবার (২৮ জুলাই) সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে আল-আমিন উল্লেখ করেন, তার মা ও খালাদের পৈতৃক সম্পত্তি কর্ণপাড়া মৌজায় বি.আর.এস খতিয়ান নং-১৭২ ও দাগ নং-১৩৮ এর অধীনে মোট ৩৭.৩২ শতাংশ জমি রয়েছে, যা তারা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা রাতারাতি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির ছাত্রদল ও যুবদলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে জবরদখল কার্যক্রম চালাচ্ছেন। জমি দখলে বাধা দেওয়ায় আল-আমিন ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত কফিল উদ্দিন বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভাগনের সঙ্গে আমার মুখোমুখি দেখা-সাক্ষাৎও হয় না। সে শুধু পেছনে পেছনে নানা অভিযোগ করে বেড়াচ্ছে।”
এ প্রসঙ্গে সাভার মডেল থানার এসআই মোঃ জাকির আল আহসান বলেন, “জমি সংক্রান্ত বিষয়গুলো আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়। থানায় অভিযোগ এসেছে কিনা তা খতিয়ে দেখা হবে।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতে, বিষয়টি বারবার সালিশির মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা মীমাংসার শর্ত মানছেন না এবং জোরপূর্বক দখল অব্যাহত রেখেছেন।
ভুক্তভোগীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।