রাজিবপুরে দুর্গম চর ভেলামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দুর্গম চর ভেলামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই ) অনুষ্ঠিত এ ক্যাম্পে মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
চরাঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। দিনব্যাপী চলা এই ক্যাম্পে শতাধিক নারী ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরওয়ার জাহান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাহাদ এবং পরিসংখ্যানবিদ রোকুনুজ্জামান রাজু।
চিকিৎসা নিতে আসা ভেলামারীর চরের বাসিন্দা মমতাজ বেগম, পারভিন ও আসমা জানান, “আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে নদী পার হয়ে সদরে গিয়ে সময়মতো চিকিৎসা নিতে পারি না। এখানে এসে চিকিৎসা পাওয়ায় আমরা অনেক উপকার পেয়েছি। যদি এমনভাবে সপ্তাহে একদিন করে মেডিকেল ক্যাম্প হয়, তাহলে আমাদের আর দুরচিন্তা থাকবে না।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “চরাঞ্চলের মানুষরা যাতে সহজে স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
চিকিৎসা নিতে আসা নারী ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। চরবাসী মনে করছেন, নিয়মিত এমন ক্যাম্প হলে স্বাস্থ্যসেবা ঘাটতি অনেকটাই পূরণ হবে।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩