মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন
বর্তমান যুগে পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহর, উপশহর ও গ্রামাঞ্চলে প্লাস্টিক, ময়লা ও আবর্জনার পরিমাণ বেড়ে চলেছে দিনদিন। এই অবস্থায় দেশের একদল সচেতন নাগরিক গড়ে তুলেছে এক অভিনব ও মানবিক উদ্যোগ — “বিডি ক্লিন”।
বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী পরিবেশ সচেতনতামূলক সংগঠন, যা “আমার শহর, আমার দায়িত্ব” এই মূলমন্ত্রে বিশ্বাসী। তারা বাংলাদেশের বিভিন্ন শহর, রাস্তা, পার্ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকে।
বিডি ক্লিন-মাগুরা মোট ৪ টি উপজেলা নিয়ে কাজ করে যাচ্ছে। তারা মাগুরাতে রাজা শ্রীতারাম রায়ের পুকুর, মাগুরা মহিলা কলেজের পুকুর এবং মঘী মহাসড়কের খাল সহ আরো অনেক খাল অভিযান করেছেন। এছাড়াও ২০২৩ সালে ৫৩ বছরে ৫৩ টি জায়গা ক্লিন করে ৫৩ টি বাগান তৈরি করেন। শুধু তাই না বাংলাদেশের বড় বড় খাল অভিযান এবং মেঘা প্রজেক্টে কাজ করে অবদান রেখেছে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৬৪ জেলায় ৬৪টি জেলা প্রশাসক কার্যালয়ে ২ টি করে রক্ত চন্দন গাছ রোপণ করতে তারা সক্ষম।
তারা সাপ্তাহিক বা মাসিক পরিচ্ছন্নতা অভিযান,শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সেমিনার,
গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ,শিশু-কিশোরদের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেই।
তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো পরিচ্ছন্ন বাংলাদেশ গঠন,
জনসচেতনতা বৃদ্ধি,
পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তোলা,
তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা।
পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার দায়িত্ব সবার। বিডি ক্লিন শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন — সচেতনতার, দায়িত্ববোধের এবং দেশের প্রতি ভালোবাসার। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে বিডি ক্লিনের মতো এগিয়ে আসি, তবে একদিন গড়েই তুলতে পারবো একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর বাংলাদেশ।
রাবির হাসান।
বিডি ক্লিনের একজন গর্বিত সদস্য।দায়িত্বে উপ সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া বিডি ক্লিন মাগুরা জেলা শাখা।