মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:

ছাতকের একটি বিদ্যালয়ে দিন-দুপুরে চুরি জনতা চোরকে আটক করে পুলিশে সোপর্দ

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১ সময় দেখুন

ছাতকের একটি বিদ্যালয়ে দিন-দুপুরে চুরি জনতা চোরকে আটক করে পুলিশে সোপর্দ

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানাগেছে রবিবার (২৭ জুলাই) বিকাল ৩ টার দিকে সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান বিদ্যালয় চলাকালীন সময়ে ওয়াশ রুমে যান। এই সুযোগে বিদ্যালয়ের অফিস কক্ষে চোর প্রবেশ করে প্রধান শিক্ষিকার ভ্যানিটি ব্যগ ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

ঘটনাটি টের পেয়ে শিক্ষিকা হাঁক-ডাক শুরু করেন এসময় শিক্ষার্থী সহ এলাকার লোকজন চোরের পিছনে ছুটে যান। এক পর্যায়ে মায়েকোল জামে মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে জনতা তাকে আটক করেন।

আটক চোরের নাম নাহিদ হাসান, সে দক্ষিণ খুরমা ইউনিয়ন এর খুরমা গ্রামের মফিজ আলীর ছেলে। আটকের আগেই চোর শিক্ষিকার মোবাইল ফোন খাদে ফেলে দেয়। আটকের পর সে খাদ থেকে মোবাইল ফোন উঠিয়ে দিয়েছে।

আটক চোর নাহিদ হাসান জানিয়েছে, প্রধান শিক্ষিকার ব্যাগ টাকা, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে পালিয়ে গেছে তার সহযোগী চোর সাজু মিয়া। সে সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের আদু মিয়ার ছেলে।

শিক্ষিকা সুলতানা জাহান জানিয়েছেন তার ভ্যানিটি ব্যগে, নগদ ৫ হাজার টাকা, বিদ্যালয়ের ব্যংকের ডকুমেন্টস, অফিস রুমের চাবি পাওয়া যায় নি।

চোর আটকের বিষয়টি থানার ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ-কে অবহিত করা হলে তার নির্দেশনায় ঘটনাস্থলে পৌঁছেন ছাতক থানার এসআই রাসেল। এসময় তিনি আটক নাহিদ হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

বিগত ১৬ এপ্রিল বুধবার রাতেও ওই বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়। চোরেরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে ৫ টি সিলিং ফ্যান, ২টি টিউবলাইট, ২টি বাল্ব, ১৪ টি দরজা-জানালার পর্দা সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ছাতক থানায় একটি জিডি করা হয়েছে। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD