শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈর প্রেস ক্লাব সাবেক সভাপতি আইয়ুব রানা সড়ক দুর্ঘটনায় আহত রাজিবপুরে দুর্গম চর ভেলামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পাস শিক্ষার্থীদের সংবর্ধনা বীরগঞ্জ ও কাহারোলে ১৩০টি টিউবওয়েল বিতরণ করলেন মোঃ মতিউর রহমান সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, অভিযানে বিজিবি জৈন্তাপুরে শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা, আবেগে ভাসলেন সাজেদা বেগম ছাতকে প্রধান শিক্ষক মোস্তাক আহমদ সাময়িক বরখাস্ত লালপুরে গ্রেফতারের ভয়ে ৪ মাস স্কুলে যাননি শিক্ষক ,  বেতন তুলছেন নিয়মিত দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতার ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯১ সময় দেখুন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতার ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়

ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাবুর উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি দলীয় প্রভাব খাটিয়ে এ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা যায়, উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত ‘বিনোদন স্টুডিও’ নামে একটি সুপরিচিত প্রতিষ্ঠান পরিচালনা করেন শরিফুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরে তিনি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করে আসছেন। অথচ ডিজিটাল সেন্টারের মতো একটি জনসেবামূলক পদে রাজনৈতিক প্রভাবের কারণে অন্য যোগ্য প্রার্থীরা উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া নাশকতা মামলায় শরিফুল ইসলাম বাবু গ্রেফতার হন। কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। জামিনের পরও তিনি পূর্বের মতোই ডিজিটাল সেন্টারের দায়িত্ব পালন করছেন, যা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন,
“আমি এখানে নতুন এসেছি, গতকাল ছিলো আমার প্রথম কর্মদিবস। তবে বিষয়টি আমি দেখবো।”

এদিকে স্থানীয় সচেতনমহলের দাবি, ডিজিটাল সেন্টারের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেন দলীয় প্রভাব ও স্বার্থের ঊর্ধ্বে থেকে স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিচালিত হয়—এটাই এখন সময়ের দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD