নাটোরের লালপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলার গোপালপুর পৌর টেকনিক্যাল বিএম কলেজ সংলগ্ন এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি নীলফামারী জেলায়। তিনি পেশায় একজন ট্রেন হকার।
ভুক্তভোগী জানান, গত রাতে লালমনিরহাটগামী একটি ট্রেনে করে তিনি আজিমনগর স্টেশনে আসেন। ট্রেন থেকে নামার পর ওয়ালিয়া যাওয়ার পথে তিনি একটি অটোভ্যানে উঠেন। পথিমধ্যে একই অটোভ্যানের যাত্রীরা তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ২০০ টাকা ও একটি টাচস্ক্রিন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাঁকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় যুবকদের উদ্যোগে তাঁকে উদ্ধার করা হয়