শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান

লালপুর(নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান
লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান

দেশের সর্বাধিক উষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত নাটোরের লালপুরে সরকারি সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বাঁধা সৃষ্টি হয়েছে। ফলে সরকারি উদ্যোগে গাছ লাগানোর পরিকল্পনা থমকে গেছে। এ পরিস্থিতিতে দ্রুত সমাধান দাবিতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) “গ্রীন ভয়েস”-এর স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলতি বর্ষা মৌসুমের মধ্যেই গাছ লাগানোর কাজ শুরু না হলে প্রকল্প ব্যর্থ হয়ে যাবে, যা পরিবেশ সুরক্ষায় বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের নতুন খালের পাড়ে সরকারি বন বিভাগের তত্ত্বাবধানে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরের সরকারের প্রকল্প অনুযায়ী শুষ্ক ও গরম এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে ব্যাপকভাবে গাছ লাগানোর পরিকল্পনা ছিল। কিন্তু খালপাড়ে গাছ লাগানোর জন্য বন বিভাগ সুগার মিল কর্তৃপক্ষের মৌখিক অনুমোদন সাপেক্ষে প্রকল্প গ্রহণ ও বরাদ্দ পাওয়ার পর গাছ লাগাতে গেলে ও চুক্তিনামা সম্পূর্ণ করার সময় সুগার মিল কর্তৃপক্ষ চুক্তিনামা করবে না ও গাছ লাগাতে নিষেধ করে বলেন উক্ত খাল আমরা ঘাস লাগানোর জন্য লিজ দিয়েছি । যার ফলে বৃক্ষরোপণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গ্রীন ভয়েসের পক্ষ থেকে দাবি করা হয়— ১. বন বিভাগ ও চিনিকল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে দ্রুত গাছ লাগানোর কার্যক্রম শুরু করতে হবে। ২. বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক নির্দেশনা জারি করতে হবে।

সংগঠনটি আরও জানায়, দেশের ক্রমবর্ধমান উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় লালপুরের মতো অঞ্চলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। এই প্রকল্প বাস্তবায়নে দেরি হলে পরিবেশ সুরক্ষার উদ্যোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

পরিবেশবাদী সংগঠনসহ এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রকল্পে কোনো রকম জটিলতা দূর করে পরিবেশের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD