বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার  অভিযানে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার ‎মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নড়াইলের বাহিপাড়া গ্রামে একজনকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে অপসারন দাবি। সাভারে শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের বাফেলো বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে দুই শিশু ও মাকে জবাই করে হত্যার ঘটনায়, প্রধান আসামি নজরুলকে গাজীপুর থেকে গ্রেফতার সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চো রা ই পণ্য জব্দ সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের তফসিল ঘোষণা: প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের দোসররা রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা : সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করেন জাহাঙ্গীর আলম

সাভারে বাড়ি দখলে বাধা দেওয়ায় নারীর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ

মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৭৭ সময় দেখুন
সাভারে বাড়ি দখলে বাধা দেওয়ায় নারীর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ
সাভারে বাড়ি দখলে বাধা দেওয়ায় নারীর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ

ঢাকার সাভারে নিরীহ একটি পরিবারের ওপর কয়েকদফা হামলা চালিয়ে তাদের শেষ সম্বল বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও কথিত সাংবাদিক মেহেদী হাসান মানিক ওরফে খামচি মানিকসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় সাভার পৌর এলাকার দক্ষিণ দরিয়ার পুর ভাগলপুর এলাকায় ভুক্তভোগী পরিবারের বাড়ি দখলের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করে মেহেদী হাসান মানিক ও তার বাহিনীর লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় কামরুন নাহার নামে ওই নারীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দখলচেষ্টার সময় হামলা ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস ছামাত মল্লিক।

সরেজমিনে গেলে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, সাংবাদিক সালেহ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা পৈতৃক সূত্রে পাওয়া ৭.৩৪ শতাংশ জমির ওপর বাড়ি করে দীর্ঘ ৩৫ বছর যাবত ভোগদখল করে আসছেন। সালেহ আহমেদের মা আঙ্গুর আক্তার ইসলাম ওই জমি ক্রয় সূত্রে মালিক হন। তিনি ২০১৪ সালে মারা যাওয়ার পর তার ৬ সন্তান বর্তমানে ওয়ারিশ সূত্রে মালিক। এলাকার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও কথিত সাংবাদিক মেহেদী হাসান মানিক ওরফে খামচি মানিক ও তার সহযোগীরা কয়েকদিন যাবত ওই সম্পত্তিতে থাকা বসতবাড়ি দখলের চেষ্টা করে আসছেন। গত ২৫ জুন সকালে অর্ধশতাধিক লোক ও দেশীয় অস্ত্র নিয়ে দখলের চেষ্টা করেন। ঠিক একই কায়দায় আজ সকাল সাড়ে ১১ টায় সেখানে অস্থায়ী টিনের চালা ঘর নির্মাণের চেষ্টা করেন তারা। বাধা দিলে সালেহ আহমেদের বোন কামরুন নাহারকে পিটিয়ে গুরুতর জখম করে মেহেদী হাসান মানিক ও তার লোকজন।

কামরুন নাহার বলেন, তাদের ভোগদখলীয় এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। এটি নিষ্পত্তির আগেই প্রতিপক্ষ মেহেদী হাসান মানিক ও তার লোকজন বেআইনিভাবে জমিতে প্রবেশ করে ঘর তুলতে গেলে তারা বাধা দেন। তখন মেহেদী হামলা চালালে তিনি গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগীর ভাষ্য, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও জমিটি দখলচেষ্টা অব্যাহত রেখেছেন মেহেদী হাসান মানিক ও তার লোকজন। প্রথম ঘটনায় এক সপ্তাহ আগে তার ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে মেহেদীর উপদেষ্টাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলার তদন্ত শেষ না হতে পুনরায় তারা আজ অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস ছামাত মল্লিক বলেন,
জমি দখলচেষ্টা ও সংঘর্ষের ঘটনায় কামরুন নাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে বলা হয়েছে। অভিযোগের তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD