আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়ন করার লক্ষে গত ২ দিন ঘেকে গণসংযোগ করছেন,কুড়িগ্রাম ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ৪ বারের সফল সভাপতি, বিএনপির পরীক্ষিত নেতা অধ্যাপক মোখলেছুর রহমান।
রোববার রাজিবপুর সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়ার বউ বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। অসংখ্য নারীপুরুষ গণসংযোগে সাড়া দিয়ে অধ্যাপক মোখলেছুর রহমানকে দোয়া করেন।।কুড়িগ্রামের ৪ আসনে তাকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিলে দলমত নির্বিশেষে তাকে ভোট দিবেন বলে মতপ্রকাশ করেন এলাকাবাসী।
অপরদিকে সোমবার উপজেলার ৬নং ওয়ার্ড শিবেরডাংগী বাজারে গণসংযোগ করেছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচীব আব্দুল হাই সরকার,আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন নেভি, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মোত্তালেব,সদস্য সচীব রুহুল আমীন। এছাড়া কৃষকদল সদস্য সচীব বেলাল হোসেন মাস্টার
সহ বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল,শ্রমিক দলের নেতৃবৃন্দ।