শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

বোচাগঞ্জে রহস্যজনক মৃত্যু: পুকুরে পাওয়া গেল যুবকের মরদেহ, মোটরসাইকেল নিখোঁজ

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪১১ সময় দেখুন
বোচাগঞ্জে রহস্যজনক মৃত্যু: পুকুরে পাওয়া গেল যুবকের মরদেহ, মোটরসাইকেল নিখোঁজ
বোচাগঞ্জে রহস্যজনক মৃত্যু: পুকুরে পাওয়া গেল যুবকের মরদেহ, মোটরসাইকেল নিখোঁজ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামে একটি পুকুর থেকে সাধন চন্দ্র রায় (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মিনাল চন্দ্র রায়ের ছেলে।

বুধবার (২৫ জুন) সকাল ৬টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। পরে বিষয়টি জানানো হলে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, সাধন চন্দ্র গত সোমবার (২৩ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন। তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা ধারণা করছিলেন তিনি হয়তো মামার বাড়িতে গেছেন। কিন্তু বুধবার সকালে পুকুরে ভেসে ওঠা মরদেহ দেখে হতবাক হয়ে যান স্বজনরা।
প্রথমে পরিচয় নিশ্চিত না হলেও পরে পরিহিত পোশাক ও শরীরের কাটা দাগ দেখে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের দাবি, সাধনের সঙ্গে থাকা একটি ডিসকভার মোটরসাইকেল এখনো নিখোঁজ। তাঁদের দৃঢ় বিশ্বাস এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দাদের মতে, পুকুরপাড়ে একটি পরিত্যক্ত ঘর রয়েছে, যেখানে প্রায়ই গভীর রাতে অচেনা লোকজনের যাতায়াত দেখা যায়। সেখানে মাদক সেবন ও জুয়ার আসর বসে বলেও অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে, প্রয়োজন সুষ্ঠু তদন্ত।

এ বিষয়ে দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান বলেন, “প্রথমে বোচাগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করতে পারেনি। পরে আমি নিজে উপস্থিত হই এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় মরদেহটি শনাক্ত করি। এটি সাধন চন্দ্র রায়ের লাশ—এটি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD