বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে গাছ কাটাসহ প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ নজির হোসেন মেমোরিয়াল বিদ্যালয় প্রতিষ্ঠা ও নামকরণে মতবিনিময় সভা সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধান চট্টগ্রামে আশার আলো: মানবিক চট্টগ্রাম গড়ার পথে Unity Force Bangladesh ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ আসামী শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ধর্মপাশায় কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি শান্তিগঞ্জে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক শমশেরনগর জেনারেল হাসপাতালে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত সিলেটে ড. মাহমুদুর রহমানের বক্তব্য

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উজ্জীবক সভা

আব্দুল জব্বার(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৫ সময় দেখুন

 

প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ মিলনায়তনে ইএসডিও এর আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিউল মাজলুবিন রহমান।

সভায় উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, ইএসডিও প্রতিনিধি খাইরুল আলম, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি রজব আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেক্স-এর সহযোগিতায় ইএসডিও পরিচালিত “থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় উপস্থাপন করা হয় পূর্ববর্তী বেইজলাইন জরিপের তথ্য। জরিপে রাণীশংকৈল উপজেলার ৯০০টি প্রান্তিক পরিবারের আর্থসামাজিক চিত্র তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, আয়ের পথ বৈচিত্র্যকরণ, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও নিরাপদ পানিসহ সকল খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সভায় সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কাউকে পেছনে ফেলে নয়— সবাইকে নিয়ে এগোতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD