২১ জুন শনিবার দুপুর ৩টায় আদ্যাপীঠে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। একইসঙ্গে শ্যাম সুন্দর জুয়েলার্সের উদ্যোগে অনুষ্ঠিত হলো যোগা ও ধ্যানের বিশেষ কর্মশালা।
এই দিনে সারা দেশে আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সংগীত দিবস পালিত হয়। আদ্যাপীঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাল ভাই, দীপা মা, যোগী বিশ্ব, শ্যাম সুন্দর জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
প্রায় ৩০০ জন আবাসিক মা এবং বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এই যোগ কর্মশালায় অংশ নেন। লক্ষ্য ফাউন্ডেশন অনুষ্ঠানটি সহযোগিতা করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, “যোগা সুস্বাস্থ্যের চাবিকাঠি। ‘যোগ সারায় রোগ’ — এই প্রবাদটি সত্য। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য যোগা চর্চা গুরুত্বপূর্ণ। অনেক পুরনো রোগও নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে নিরাময় হতে পারে।”
বিশ্বব্যাপী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এমন কর্মশালা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং জীবনের গুণমান উন্নত করে।