সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত  নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত রহমানের নির্দেশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক নাসিরনগরে যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায়, পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ
  • আপডেটের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৯ সময় দেখুন
কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায়, পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস।
কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায়, পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস।

১৪ ই জুন শনিবার, ঠিক সকাল দশটায়, শহীদ মিনার গ্রাউন্ডের পাদদেশে, কফি হাউজ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং অচিন্ত্য লাহার উদ্যোগে , পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই রক্তদান শিবির আয়োজিত হয়।

শহীদ স্মরণে, শহীদ মিনারে রক্তদান ও রক্তদাতা দিবস হিসেবে পালিত হলো, উপস্থিত ছিলেন কাজল শেখ, অচিন্ত্য লাহা , ব্লাড ব্যাংকের ডি আশীস সহ অন্যান্য অতিথিরা এবং সদস্যরা। গতিটিকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানান।

কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটি শুধু রক্তদান শিবির করেন তাই নয়, সামাজিক কাজে যুক্ত থাকে এবং সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কাহারও যদি রক্তের প্রয়োজন হয়, তিনি সেই রক্ত দেওয়ার চেষ্টা করেন, সাধারণ মানুষের উপকারের কথা ভেবে।

আজকের এই রক্তদান শিবিরে, ব্লাড ব্যাংকের বিভিন্ন ডক্টরের উপস্থিত ছিলেন শুধু রক্তদান শিবির নয়, ব্লাড প্রেসার, সুগার, সহ বিভিন্ন রোগের চিকিৎসা করান, দুপুর ১২ টা বাজার সাথে সাথে প্রায় একশোর বেশি মানুষ স্বেচ্ছায় এসে রক্তদান করেছেন, দান শিবির সকাল তাতে কি বিকেল চারটে পর্যন্ত চলবে, তবে অনুমান ২০০র বেশি রক্তদাতা রক্ত দেবেন বলে ধরা যায়, ধর্মতলা চত্বরে যেসকল বাসের ড্রাইভার, কন্ডাক্টার, ট্যাক্সির ড্রাইভার, এবং দোকানদারেরা একে একে এসে রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। রক্তদাতাদের যাতে কোনরকম অসুবিধে না হয় তাইতো তার নিয়ন্ত্রিত একটি গাড়ি উপস্থিত ছিল। মধ্যে রক্তদাতারা রক্ত দিয়ে যাচ্ছেন।

কফি হাউজ মানেই, করিয়ে দেয় মান্নাদের সেই গান খানি , যে গান সকলের কন্ঠে কন্ঠে গেয়ে ওঠে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নাই, আড্ডা নেই ঠিক কথা, কিন্তু মান্না দের গান কেউ পিছে ফেলতে পারেনি, আজও কফি হাউসে স্বনামধন্য ব্যক্তিরা আসা-যাওয়া করেন।, এমনি কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা মান্না দেখে স্মরণ করে বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত থাকেন।, কলকাতা নয়, বিভিন্ন জেলায় গিয়ে তারা রক্তদান শিবির থেকে শুরু করে অন্যান্য সেবার কাজ করেন।
আজ রক্তদান শিবির থেকে উদ্যোক্তা অচিন্ত্য লাহা, কয়েকটি কথা বলেন, আজ আমি ধন্য ১০৭ বার রক্ত দিয়ে রক্তদাতা আমাদেরকে ধন্য করেছেন, এই ভাবে যদি সবাই রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়ান, তাহলে হয়তো এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে, একটা রোগী অসময়ে রক্ত পেতে পারে, বলবো আসুন আমরা রক্তদানের মধ্য দিয়ে মেলবন্ধন গড়ে তুলি, শুধু রক্তদান শিবির নয়, একটু আনন্দ দেয়ার জন্য মনো সংগীতেরও আয়োজন করেছিলেন। ‌ সুন্দর সুন্দর কয়েকটি গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন আজকের রক্তদান শিবিরে শিল্পীরা। প্রতিবছর আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রক্তদান শিবির করি, এই বছর আমরা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন ও রক্তদাতা দিবস পালন করলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD