দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাহ্মণবাড়িয়া হতে ১৭ কিলোমিটার দূরত্বে লাখাইয়ের মোড়াকুড়ি হয়ে নাসিরনগর উপজেলার ধরমন্ডল টু কালিগঞ্জ “মুক্তি সড়ক”
রাস্তার কাজ দ্রুত শুরু হবে বলে নিশ্চিত করেছেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও ধরমন্ডল গ্রামের কৃতি সন্তান শফিকুল ইসলাম শফিক এলএলবি। তিনি জানান গত ০৩/০৬/২০২৫ ইং তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অন্তর্ভুক্ত কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া -চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়ক পুনর্বাসন ও প্রশস্তকরন এর আওতায় ৳ ৪,০২, ৯৯,৫৮৭(চার কোটি ২ লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত সাতাশি টাকা) নির্মাণ ব্যয়ে “মুক্তি সড়ক” স্কিম অনুমোদন করা হয়েছে।
এই স্কিমের আওতায় প্রায় ৬ কিলোমিটার “মুক্তি সড়ক” এর কাজ অনুমোদন হওয়ায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানের মাধ্যমে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নবাসির যানবাহন ও যাতায়াতে জনদুর্ভোগ, অবর্ণনীয় কষ্ট ও সিমাহীন দুঃখ দুর্দশা লাঘব হতে চলেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়,ব্যপক অনিয়ম ও দূর্নিতির মাধ্যমে মুক্তি সড়ক নির্মিত হয়। নির্মাণ ব্যয়ের মোটা অংকের টাকা আত্মসাৎ করে ঠিকাদার ও একটি রাজনৈতিক মহল ভাগাভাগি করে নিয়ে নেয়। এর পর ২০২২ সালের বন্যার পানিতে মুক্তি সড়ক ভেঙ্গে খান খান হয়ে যায়।রাস্তা জুড়ে খানা খন্দ, বড় বড় গর্ত, ধূলা বালিময় সড়কটি হয়ে উঠে অত্যান্ত বিপদজনক!
এদিকে সড়কটি অনুমোদন করতে গিয়ে সশ্লিষ্ট দপ্তরে বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিকের অক্লান্ত পরিশ্রম ও বুদ্ধিমত্তায় মুক্তি সড়ক নির্মাণের সুখবরটি সামনে আসতেই বুধবার সকাল হতে ধরমন্ডলবাসি আনন্দ ও উল্লাসে মেতে উঠেন।এর পাশাপাশি ব্যপক প্রশংসিত হচ্ছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক।
আশা করা যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যেই মুক্তি সড়ক নির্মান কাজ দৃশ্যমান হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় প্রকল্প পরিচালক সিরাজুল ইসলামের স্বাক্ষর করা অনুমোদন পত্রটি ইতিমধ্যে অতিরিক্ত প্রকৌশলী, এলজিইডি, চট্রগ্রাম বিভাগ তত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি, সদর দপ্তর, ঢাকা, তত্বাবধায়ক প্রকৌশলী,এলজিইডি, কুমিল্লা অঞ্চল,নির্বাহী প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া,উপজেলা প্রকৌশলী, নাসিরনগর উপজেলা সহ সংশ্রিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, প্রকল্পের মেয়াদ হবে ৩৬৫ দিন অর্থাৎ কাজ শুরুর এক বছরের মধ্যেই সম্পন্ন হবে মুক্তি সড়ক।