শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার  মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান ভৈরব মাতালেন অপুলেন্ট ইন্টারন্যাশলএর ঔধধ খেয়ে রোগ ভালো হয় ক্রয়কৃত টাকা ফেরত পাওয়া যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ৩১ দফা বাস্তবায়নের ধর্মপাশায় বিশাল জন সভা

ত্রিশালে পূর্ব শত্রুতার জেড়ে ঘর ভাংচুর

ত্রিশালে পূর্ব শত্রুতার জেড়ে ঘর ভাংচুর
  • আপডেটের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৯ সময় দেখুন

 

ময়মনসিংহের ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা তুয়াক্কা না করে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেড় ধরে ঘর ভাংচুর ও মালামাল বিনষ্ঠের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভোক্তভোগী পরিবার।

জানা গেছে, উপজেলার বাগান গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে ফারুখ আহমেদ (৫৭) ও মৃত খেসাল উদ্দিনের ছেলে আঃ রাজ্জাক (৫৮) গংদের সহিত জমি-জমার সীমানা প্রচীর নির্ধারণ সংক্রান্ত বিরোধের জেড়ে উভয়ের মধ্যে কলরহ চলে আসছে দীর্ঘদিন যাবৎ। এরই প্রেক্ষিতে আদালতের নিষেধাজ্ঞা তুয়াক্কা না করে গত সোমবার (২ জুন) সকাল আনুমানিক ৮টার সময় আঃ রাজ্জাক গংরা ফারুখ আহমেদের ভোগ দখলকৃত জমিতে ঘর ভাংচুর ও মালামাল বিনষ্ট করে মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ভোক্তভোগীরা ত্রিশাল থানায় অবগত করলে পুশিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফারুখ আহমেদ বাদী হয়ে ৯ জনকে অভিযুক্ত করে গত সোমবার রাতে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত বিভিন্ন বিষয় সহ সম্পত্তির সীমনা নিয়া বিরোধ চলে আসছে অভিযুক্তদের সাথে। এমনকি পাশা-পাশি বাড়ি হওয়া অভিযুক্তরা প্রায় বাড়িতে এসে ঝামেলা করে থাকে এবং আদালতের নিষেধাজ্ঞার তুয়াক্কা না করে গত সোমবার সকাল ৮টার সময় বসত বাড়িতে প্রবেশ করে অভিযুক্তরা বসত ঘরের টিনের বেড়া ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ অন্যান্য মালামাল ভাংচুর করে। এ সময় অর্থ সহ অনেক মালামাল নিয়ে যায়।

ভোক্তভোগী মোছা. নূরুন্নাহার জানায়, এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমাদের ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ঘরের ভিতর অনেক টাকার সম্পদ ছিল সব নষ্ট করে ফেলেছে। এখানে অনেক খড় ছিল সেগুলোও নিয়ে গেছে।

ভোক্তভোগী শাহরিয়ার ইমন বলেন, সকালে তারা আমাকে বলে ঘরের মধ্যে যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে যাওয়ার জন্য তানা হলে সব কিছু নিয়ে যাবে, কিছুই দিবে না। আমি জানাই আদালতে আমরা মামলা করেছি। আদালত থেকে এই জমির উপর নিষেধাজ্ঞা জাড়ি করেছে। আদালত থেকে যদি আপনাদের রায় দেয় আমরা জমি বুঝিয়ে দিবো বললেও কিন্তু আমার কোন কথা শোনেনি। এক পর্যায়ে তারা ভাংচুর করতে আরম্ভ করলে আমি অপারগ হয়ে ৯৯৯ এ কল দিয়ে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসেন।

স্থানীয় মো. শেখ মিরাজ জানায়, এই জমি নিয়ে এর আগেও একাধিক শালিস হলেও মিমাংসা হয়নি। থানায়ও এনিয়ে শালিস হলেও মিমাংসা হয়নি। এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা দিয়েছে তা শোনি নাই। নাম প্রকাশে অনিচ্ছুন স্থানীয় বৃদ্ধা বলেন, ফারুখের জমি জোড় করে নেওয়ার লাই¹ার রাজ্জাকরা উইট্টা পাইরা লাগছে। ফারুখরা কি আর করবো, কিল-গোতা খাইয়া খাইয়া ঘুরতাছে। ফারুখের লোকজন নাই, হেগর তো অলেনক মানুষ আছে।

ভোক্তভোগী ফারুখ আহমেদ বলেন, বসত বাড়ীর সীমা নিয়ে বিরোধের কারণে একের পর এক অন্যায় অত্যাচার করে আসতেছে। স্থানীয় মিমাংসা ও আদালতের নিষেধাজ্ঞার তুয়াক্কা না করে সোমবার (২ জুন) সকালে আঃ রাজ্জাকরা লোকজন নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে ঘরের টিনের বেড়া ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ অন্যান্য মালামাল ভাংচুর করে ঘরে থাকা টাকা পয়সা নিয়ে যায়।

অভিযুক্ত সিরাজুল ইসলাম জানায়, আমাদের এই জায়গা পরিষ্কার করে আমরা পাঁচ ভাইয়ে ঘর নির্মাণ করবো। এর পরিপেক্ষিতে আমরা পরিষ্কার করতে গেলে তারা থানা থেকে পুলিশ নিয়ে আসে। ত্রিশাল থানার এ.এস.আই আউয়াল জানান, আমারা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, এ ঘটনায় সোমবার রাতে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD