সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা,আরফান মিয়া সরদারকে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর নিহারেন্দু চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা ৫ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনা। নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান
বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে “তৃণমূল সাংবাদিকতার অঙ্গিকার” স্লোগান ধারণকারী পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেঁটে মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) মোর্শেদা খানম, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাজমুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব এর সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।

এসময় কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, দৈনিক কালবেলা প্রতিনিধি রাজু দত্ত, দৈনিক মাতৃভূমি প্রতিনিধি আব্দুস সালাম, শামীম তালুকদার প্রমুখ সহ পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অতিথিরা পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে তাদের বক্তব্যে বলেন, পত্রিকাটি বিগত ১৪ বছর ধরে এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নানা সাময়িক ঘটনা পাঠকের সামনে তুলে ধরে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। আগামীদিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে। পরে অতিথিরা ১৫ বছর পদার্পণে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকা বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ সভাপতির বক্তব্যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পত্রিকার ১৫ বছর পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিগত ১৪ বছর ধরে কতো সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা আপনাদের সাথে ভাগাভাগি করে নিয়েছি। অনাগত আগামী দিনগুলোও আশা করছি আপনাদের প্রীতি ও ভালোবাসা আমাদের চলার পথে প্রেরণা যোগাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD