রাণীশংকৈলে কাদিহাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসায় ভুয়ো শিক্ষার্থী দেখিয়ে টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ
রাকিব ফেরদৌস, রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁও এর রাণীশংকৈল উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত কাদিহাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসায় গত ২৯ মে বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায় মাদ্রাসায় কোন শিক্ষার্থীর উপস্থিতি নেই, নেই পাঠদানের ব্যবস্থাও কিন্ত খাতা কলমে ভুয়ো শিক্ষার্থী দেখিয়ে মাস শেষে সুপার সিরাজুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বেতন,শিক্ষক নিয়োগ বাণিজ্য, উপস্থিত না থেকেও উপস্থিতি দেখিয়ে বেতন তুলা,ভুয়ো ভোটার তালিকার মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে মাদ্রাসাটির শ্রেণীকক্ষ গুলো জরাজীর্ণ এবং দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে এমনকি ছাদের অংশটি ও ধ্বসে পড়েছে যার ফলে শিক্ষক এবং অভিভাবকরা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে সুপার সিরাজুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি অভিযোগের বিষয়ে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
এদিকে অভিযোগের তদন্ত থাকা রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন সরকার বলেন,আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় তদন্ত অভিযানে অনেক গরমিল পরিলক্ষিত করেছি এবং মাদ্রাসাটির অবস্থা ভালো না, বিষয়টি তদন্তাধীন এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
মাদ্রাসাটির সুপার সিরাজুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগগুলো দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি মাদ্রাসাটি শিক্ষক কর্মচারীসহ এলাকাবাসীর।