জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় ওয়ার্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ওহেদ আলী।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমীনকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমকে শক্তিশালী করতে সকল কর্মীকে আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের তারবিয়াত সম্পাদক মো. নাসির উদ্দীন। তিনি সংগঠনের আদর্শিক প্রশিক্ষণ, শৃঙ্খলা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।