মোহনগঞ্জে হেরোইনসহ
২জন আটক
নেত্রকোণার মোহনগঞ্জ থানার বিশেষ অভিযানে ৭গ্রাম হেরোইন সহ ২জনকে আটক করে মোহনগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- কাজিয়াটি গ্রামের কামাল মোল্লার ছেলে রাকিব হাসান রনি (২৮) ও টেংগাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ রিফাজুল ইসলাম রাতুল (২৯)। শুক্রবার দুপুরে তাদেরকে নেত্রকোণা আদালতে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে ওই ২জনকে আটক করা হয়। তাদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ৮ (খ) ধারায় মামলা রুজু হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর ইসলাম বলেন, আটককৃত ২জনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে