মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
ও প্রদর্শনী অনুষ্ঠিত
নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ বুধবার দুপুরে উপজেলার মাইলোড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদের হবে উন্নতি” এ প্রতিপাদ্যে দিনব্যাপী প্রদর্শনীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান। এতে প্রায় ২০টির মতো স্টল ছিলো।
এসব স্টলে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত গরু, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগী, কবুতরসহ বিভিন্ন পশু পাখি প্রদর্শন করেন। এ অনুষ্ঠানটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদী উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ