লালপুরে বিএনপি, যুবদলের কর্মীদের ধান কাটা কর্মসূচি
আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ধানের শীষের বাংলাদেশ ” শ্লোগান নিয়ে নাটোর ১ , ( লালপুর – বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে লালপুরে ধান কাটার কর্মসূচি চলছে।
রোববার ( ২৩ নভেম্বর) বিলমাড়ীয়া, ঈশ্বরদী, ওয়ালিয়া, কদিমচিলান ইউনিয়নে পৃথক পৃথক ভাবে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কৃষকদের জমি থেকে ধান কেটে দিয়েছে।
লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুর নেতৃত্বে মোহরকয়া মাঠে ধান কাটা হয়। এ সময় বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আরোজ আলী, বিলমাড়ীয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ সহ নেতাকর্মীরা। নেতা–কর্মীরা উৎসবমুখর পরিবেশে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচিতে অংশ নেন