মোহনগঞ্জে বিশেষ অভিযানে
২৪ ঘন্টায় আটক- ৩
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা থেকে ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ৩জনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- নওহাল গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে মোঃ হিমেল মিয়া (৩৩), টেংগাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৯) ও কাজিহাটি গ্রামের বাসিন্দা মনির উদ্দিনের ছেলে আলম (৪১)।
রবিবার দুপুরে তাদেরকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫১ পিছ ইয়াবাসহ হিমেল মিয়া ও নজরুল ইসলামকে শনিবার রাতে আটক করেছে।
আটকের আগে হিমেলের বিরুদ্ধে ২টি ও নজরুলের বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে। পুলিশ আরো জানায়, ২২৮/২৪নং মামলায় আলমের ৪ মাসের সাজা হয়। সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, হিমেল ও নজরুলকে মাদক মামলা এবং আলমকে ওয়ারেন্ট তামিল করে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে