বীরগঞ্জে ইউপি সদস্য আবু হানিফ আটক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আবু হানিফকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগত সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। নিজে সংসার থাকা সত্ত্বেও অন্যের সংসার নষ্ট করা, নারীর সম্মানহানী, মিথ্যা অপপ্রচার ছড়ানোসহ নানা অনিয়ম ও অসামাজিক আচরণের অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। এসব ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
রবিবার সন্ধ্যায় উত্তেজিত জনতা আবু হানিফকে আটক করে গণধোলাইয়ের হাত থেকে রক্ষা করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে বীরগঞ্জ থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।