সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ অবিরাম গণসংযোগ ও উঠান বৈঠক করছেন
সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ নির্বাচনী এলাকায় অবিরাম গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করছেন।
সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফ্রেব্রুয়ারী মাসের মাঝা-মাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনকে লক্ষ করে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ বিগত ৫ ই আগষ্টের পর থেকেই নির্বাচনী এলাকায় অবিরাম গণসংযোগ করে জনসাধারণের মধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করার পাশা-পাশি কোশল বিনিময় করে দোয়া,ভালবাসা ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এবং প্রতিনিয়ত নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় শত-শত জনতার উপস্থিতিতে উঠান বৈঠক করে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর সালাম -আদাব ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার পাশা-পাশি বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দল জনসাধারণের প্রতি আহবান জানাচ্ছেন। এতে তিনি ব্যাপক সাড়াও পাচ্ছেন