সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত  নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত রহমানের নির্দেশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক নাসিরনগরে যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বংশালে ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু; ভূমিকম্পে রাজধানীতে আতঙ্ক

নিউজ রিপোর্ট:
  • আপডেটের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭২ সময় দেখুন

বংশালে ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু; ভূমিকম্পে রাজধানীতে আতঙ্ক

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে বংশাল থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানান, পুরান ঢাকার বংশালের কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।

নিহতদের মরদেহ বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের একজন শিশু। আরেকজন মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল। অপরজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, রেলিং পড়ে রাস্তায় কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করছেন। নিহতদের অন্তত একজনের মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি ঘটে সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পরপরই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী; রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭—যা মধ্যম মাত্রার বলে বিবেচিত।

ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠে। আতঙ্কে বহু মানুষ বাসা-বাসস্থান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি জানান, ৭ তলায় থাকায় পুরো ভবন দুলতে থাকে এবং জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। একইভাবে লক্ষ্মীবাজারের সুশান্ত দাস জানান, বৈদ্যুতিক খুঁটি প্রচণ্ডভাবে কাঁপছিল, যা দেখে অনেকে আতঙ্কে নিচে নেমে আসেন।

ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, জামালপুরসহ দেশের বহু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সময় সংবাদের প্রতিনিধিরা জানান। পার্শ্ববর্তী ভারতেও—বিশেষত পশ্চিমবঙ্গের কলকাতায়—এ কম্পন অনুভূত হয়। পাকিস্তানেও ভূমিকম্পের প্রভাব পৌঁছায় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD