শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা: ধানের শীষের জয়ের বার্তা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩০ সময় দেখুন

নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা: ধানের শীষের জয়ের বার্তা

বগুড়ার নন্দীগ্রামে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা, উঠান বৈঠক, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে উপজেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
(১৫ নভেম্বর) শনিবার দুপুরে ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মাসুদ রানা। সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সাবেক এমপি ও ধানের শীষে মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন। সভায় তিনি বলেন “জনগণ পরিবর্তন চাইছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারের মন জয় করতে হবে। ভোট সুরক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল রহমান সুমন, নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক রঙ্গিন। এছাড়া বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুর রহমান, ইউনিয়নের কৃষকদলের আব্দুল সালাম, মোস্তফা।
এছাড়াও সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনে শক্তিশালী ভোটব্যবস্থা গড়ে তুলতে ওয়ার্ড পর্যায়ে প্রতিনিয়ত সংগঠনের কাজে মনোযোগী হয়েছেন তারা।
মতবিনিময় সভা শেষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার কর্মসূচি পরিচালনা করেন অতিথিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD