মোহনগঞ্জে বিরামপুর বাজারে
ভয়াবহ অগ্নিকান্ড
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, স্থানীয় গ্যাস সিলিন্ডার ও মনোহারী দোকান থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। আগুনের ওই লেলিহান শিখা ২৫/৩০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। ওই অগ্নিকান্ডে দোকানিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ছুটে আসে ফায়ার সার্ভিসসহ আশপাশের লোকজন। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফায়টার মিনারুল ইসলাম জানান। তিনি আরো জানান, আগুন নিভাতে মোহনগঞ্জ ও বারহাট্টা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে।