বটিয়াঘাটার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিএনপি বদ্ধপরিকর – জিয়াউর রহমান পাপুল
৯৯, খুলনা-১ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রতীক ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা এবং সৈরাচারী বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক জিয়াউর রহমান পাপুল বলেছেন, খুলনা-১ আসনের মানুষ যুগ যুগ ধরে এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থেকে একে অপরের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ গ্ৰহন করে আসছেন । কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী মহল এ অঞ্চলের পূর্ব পুরুষের পরমপরায় যে সম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্ট চায় । এ অঞ্চলের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য বদ্ধ হয়ে গ্ৰামের সমাজপতি, শিক্ষক, আইনজীবী,স্ব স্ব সম্প্রদায়ের ধর্মীয় প্রতিনিধি ও যুবকদের সমন্বয়ে নাগরিক কমিটি গঠন করে সকল ষড়যন্ত্র রূখে দিতে হবে । অঞ্চল ভিত্তিক সমস্যা সেই অঞ্চলের মানুষ তা সমাধান করবে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে সার্বক্ষণিক আছে এবং ভবিষ্যতেও থাকবে । তিনি আরো বলেন, জলমা- কচুবুনিয়া সহ জলমা ইউনিয়ন ও বিভিন্ন অঞ্চলের মানুষের সিএস,এসে ও আরএস রেকর্ডীয় মালিকদের জমি নানা অজুহাতে বিরাট এলাকার মানুষ জোর পূর্বক বার বার দখলচুত করেছে । আর এসকল অবৈধ দখলবাজদের বিভিন্ন সময়ে মদত যুগিয়েছে ওই অঞ্চলের ক্ষমতাসীন দলের নেতা ও জনপ্রতিনিধিরা । তিনি জলমা কচুবুনিয়া সহ এ অঞ্চলের নদী ভাঙ্গন কবলিত মানুষের ন্যায্য অধিকার তাদের জমির মালিকানা ও দখল বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । গত ৫ অক্টোবর বুধবার রাত সাড়ে ৮ টায় রাস পূনির্মা উপলক্ষ্যে জলমা কচুবুনিয়া মহাশ্মশান আ
কমিটির আয়োজনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন । এসময় সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন খুলনা জেলা বিএনপির প্রভাবশালী সদস্য মোঃ মনিরুল ইসলাম লেলিন, মহানগর বিএনপি নেতা মোঃ জামাল উদ্দিন শেখ,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক লিটন হাওলাদার সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।