দিনাজপুর জেলা বিএনপির সাধারণ পদে পূণরায় বহাল বখতিয়ার আহমেদ কচি
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির (রিজভী) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র দলীয় পদ স্থগিত করা হয়েছিল। (৬ নভেম্বর) তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।
পূণরায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ বহাল হওয়ায় জেলা সহ বিভিন্ন বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা মধ্যে আনন্দ উল্লাস করে ও বিভিন্ন জায়গায় তার সমর্থকেরা মিষ্টিও বিতরণ করেন।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে ২ জানুয়ারী ২০২৫ ইং তারিখে নানা অভিযোগের কারণে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সাধারণ সম্পাদক পদ স্থগিত করে, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব, এ্যাডঃ রুহুল কবির (রিজভী) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে