সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত  নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত রহমানের নির্দেশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক নাসিরনগরে যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঐতিহ্যের আলোয় মুখর কাহারোলে শুরু হলো মাসব্যাপী কান্তজিউর ঐতিহাসিক রাস মেলা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ দিনাজপুর। প্রতিনিধি।
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ সময় দেখুন

দিনাজপুরের কাহারোলে শুরু হয়েছে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কান্তজিউর রাস মেলা। পূজা-অর্চনার মধ্য দিয়ে বুধবার (৫ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে রাধা-কৃষ্ণের বিগ্রহে পূজা অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই মাসব্যাপী মহোৎসবের।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির—যা উত্তরবঙ্গের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। প্রতিবছরের মতো এবারও মন্দির চত্বরে বসেছে মাসব্যাপী রাস মেলা, যেখানে ভক্তদের ঢল নেমেছে দূর-দূরান্ত থেকে।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী ভারত ও অন্যান্য দেশ থেকে আগত ভক্ত, দর্শনার্থী ও পর্যটকে ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও মেলায় বসেছে নানান বিনোদনমূলক আয়োজন, সার্কাস, যাদু প্রদর্শনী, প্রদর্শনী স্টল ও হরেক রকমের দোকানপাট।

নিরাপত্তা নিশ্চিতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেলার সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম।

বুধবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

স্থানীয় ভক্ত ও দর্শনার্থীরা জানান, প্রতি বছর এই মেলাকে ঘিরে কাহারোল যেন উৎসবে রূপ নেয়। এখানে এলে মন ভরে যায় ভক্তি ও আনন্দে।

মাসব্যাপী চলা এই রাস মেলা চলবে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা পর্যন্ত। ভক্তদের পদচারণায় এবং ধর্মীয় উৎসবের ছোঁয়ায় কান্তজিউ মন্দির এলাকা এখন সত্যিই এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনমেলা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD