ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক সম্পর্কের এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক আমিনুল ইসলাম বলেন,
“আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মানবিক নাসিরনগর গঠনে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“ছোটভাই এম এ হান্নান যদি বিজয়ী হয়, তাহলে বড় ভাই হিসেবে পাশে থাকব। আর যদি আমি বিজয়ী হই, তাহলে ছোট ভাইকে টেনে পাশে রাখব। আল্লাহ আমাদের এই সম্পর্ক কবুল করুন—আমিন।”
অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক এম এ হান্নানের মনোনয়ন ঘোষণার পরপরই বিএনপির প্রার্থী হান্নান মোবাইলে ফোন করে অধ্যাপক আমিনুল ইসলামকে বিষয়টি জানান এবং তার দোয়া কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তারা মনে করেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে