বিএনপি প্রার্থীকে ইসলামী আন্দোলন, বাংলাদেশ প্রার্থীর শুভেচ্ছা
প্রবীণ রাজনীতিবিদ, জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য, আলহাজ্ব মোঃ আজিজুর রহমানকে শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন, বাংলাদেশের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।
তিনি বলেন, ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আশা করি, আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পাবেন/পেয়েছেন—তাদের সঙ্গে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে- হাতপাখা মার্কা নিয়ে মাঠে থাকবেন তিনি।
রাজনীতি কোনো বিভাজনের নাম নয়—বরং এটি জনগণের কল্যাণ, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একটি মহান দায়িত্ব। আমরা প্রত্যেকে ভিন্ন দল ও মতের হলেও, আমাদের উদ্দেশ্য যেন হয় জনগণের সেবা, এলাকার উন্নয়ন ও নৈতিক মূল্যবোধের পুনরুত্থান।
তিনি বিশ্বাস করেন, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রতিযোগিতা-ই একটি পরিপক্ব গণতান্ত্রিক সমাজের পরিচায়ক।
স্বাধীনতার পর যারা এই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে তারাই কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের প্রতি বারবার বৈষম্য করেছেন।
অবকাঠামোগত উন্নয়ন, কর্মমুখী শিক্ষা, শিল্পায়ন কিংবা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কুড়িগ্রাম এখনো অনেক পিছিয়ে।
বিশেষ করে আমাদের প্রিয় ২৮ কুড়িগ্রাম-৪ আসন(রৌমারী, রাজিবপুর ও চিলমারী)দীর্ঘদিন ধরে যোগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের অভাবে নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে।
নদীভাঙন, বেকারত্ব, জেলা শহরের সঙ্গে দুর্বল যোগাযোগ ব্যবস্থা, স্থলবন্দর আধুনিকীকরণের অভাব—সব মিলিয়ে এই অঞ্চলের মানুষ আজও বঞ্চনার শিকার।
এবার সমৃদ্ধ কুড়িগ্রাম গড়তে ঐক্যবদ্ধ ও নিরলস প্রচেষ্টার বিকল্প নাই।
আসুন আমরা সবাই, ভেদাভেদ ভুলে, এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, কৃষি ও তরুণদের কর্মসংস্থানে এগিয়ে যেতে গঠনমূলক রাজনীতি ও ইতিবাচক কর্মধারাকে অগ্রাধিকার দেই।
সবকিছু স্বাভাবিক থাকলে ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়ায় সকল দলের সহাবস্থান নিশ্চিত হবে—এই প্রত্যাশা রাখি।
সকল ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে আপনার এবং আপনার দলীয় নেতা-কর্মীদের ন্যায্য ও ইতিবাচক ভূমিকা কামনা করছি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন, এবং কুড়িগ্রাম-৪ আসনের মানুষ যেন একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও নৈতিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারে—এই কামনা করি। মঙ্গলবার তার ফেসবুক স্টাটাস থেকে তিনি এ শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন,শুভেচ্ছা জানাই ২৮ কুড়িগ্রাম-৪ আসন তথা রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার শান্তিকামী ও ইনসাফপ্রত্যাশী গণমানুষকে।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩