নাসিরনগরে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নানকে শুভেচ্ছা ও দোয়া মাহফিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত প্রার্থী জনাব এম এ হান্নানকে শুভেচ্ছা জানিয়ে ও তাঁর সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নাসিরনগর কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের সম্মুখে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির দলীয় মনোনীত প্রার্থী এম এ হান্নান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ। দোয়া মাহফিলের সঞ্চালনা করেন মাহে আলম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজ্জম চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো. জামাল মিয়া ও আলমগীর হোসেন, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন পাঠান, সাবেক জাসাস নেতা সাখাওয়াত ভূঁইয়া, শ্রমিক দলের সাবেক সভাপতি ইমরান মিয়া, গোয়ালনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন ও কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন মাহমুদ প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা এম এ হান্নানের নির্বাচনী সফলতা এবং বিএনপির বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করেন।