মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটের
লোকাল ট্রেন বন্ধ : ইঞ্জিন সংকট
১১ মাস ধরে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেল রুটে লোকাল ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রেল কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে লোকাল ট্রেন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। জানা গেছে, মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। এই রুটে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস দুটি আন্তঃনগর এবং কমিউনিটি ট্রেন ঢাকা-মোহনগঞ্জ নিয়মিত চললেও, লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ রয়েছে গত বছরের ২৯ ডিসেম্বর থেকে। যাত্রীরা অভিযোগ করে বলেন, লোকাল ট্রেনে খুব অল্প ভাড়ায় সময়মতো অফিসে পৌঁছানো যেত। এখন বাসে, সিএনজি, অটোরিক্সায় যাতায়াত করতে হচ্ছে। সময়ও বেশি, খরচও দ্বিগুণ লাগছে। মোহনগঞ্জ রুটের যাত্রীরা ইতিমধ্যে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। প্রতিদিন হাজারো মানুষ এই লোকাল ট্রেনে চলাচল করতেন। ট্রেনটি বন্ধ থাকায় এলাকার যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত। মোহনগঞ্জ লোকাল ট্রেনে নিয়মিত যাত্রী আমিরুল ইসলাম বলেন, ট্রেনটি বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালু করার জন্য। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ জহিরুল ইসলাম বলেন, এখানে আমি নতুন এসেছি। এসে শুনি ২০২৪ সালের ২৯ ডিসেম্বর থেকে লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ রয়েছে। লোকাল ট্রেনের ইঞ্জিন স্বল্পতার কারণে চলাচল বন্ধ আছে। তবে কখন চালু হবে, তা নিদিষ্টভাবে বলা যাচ্ছে না।