উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন ছেপটখালীতে মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে এলাকাবাসী মানববন্ধন।
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছেপটখালী ঢালার মুখ এলাকায় মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে গ্রামের শতাধিক মানুষ। ৩ নভেম্বর দুপুর ২টা দিকে ছেপটখালী ঢালার মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ও
নিরহ পরিবারের জন্য হওয়া চাঁদাবাজি মামলা সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
সুত্রে জানাযায়, জালিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছেপটখালী ঢালার মুখ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরুল বশর বাদী হয়ে আদালতে ৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন মাদ্রাসার শিক্ষক সহ একটি নিরহ পরিবারের জন্য। উক্ত মামালার আসামীরা মফিজু রহমানের ছেলে আবু সিদ্দিকে ১নং আসামী আবু নাছেরকে ২ নং আসামী, আবু সিদ্দিককে ৩ নং আসামী, পুত্রবধু রহিমা খাতুনকে ৪ নং আসমী , জমিলা বেগমকে ৫ নং আসমী করা হয়।
স্হানীয়রা জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ঢালার মুখ এলাকার মৃত ওজি উল্লার ছেলে নুরুল বশর বাদী হয়ে ৫ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন এতে আসমী হন মাদ্রাসার শিক্ষক সহ তার নিরহ পরিবার।আমরা উক্ত মিথ্যা মানলা প্রত্যাহার চাই।
ভোক্তভোগী আবু সিদ্দিক জানান, আমি মাদ্রাসার শিক্ষক আমি কেন চাঁদাবাজি করবো, আমি এবং আমার পরিবারের জন্য ষড়যন্ত্র করে উক্ত মামলাটি করেছে আমরা উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার চাই। যেকোন মুহুর্তে আমাদের মারধর করে জায়গা কেড়ে নিতে পারে আমরা সব সময় হুমকির মুখে আছি। তাই আমি প্রশাসনের প্রতিদৃষ্টি আকর্ষণ করছি সঠিক তদন্তের মাধ্যমে আমাদের জন্য করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।
এই ব্যপারে অভিযুক্ত শফিকুল আমলের কাছ জানতে চাইলে তিনি বলেন আমার ভাতিজিকে ইভটিজিং করার কারণে আমরা আইনি ব্যবস্থা
নিয়েছি এই কারণে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে