সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত  নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত রহমানের নির্দেশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক নাসিরনগরে যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বগুড়া-০৪ আসনে ধানের শীষে আবারও টিকেট পেলেন মোশাররফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৪ সময় দেখুন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।

সোমবার ৩ডিসেম্বর বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে ২শ আসনের মধ্য বগুড়া-০৪ আসন থেকে সাবেক এমপি মোশারফ হোসেনের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে বগুড়া-০৪ আসনে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়।  প্রথমবার মনোনয়ন পেয়ে তিনি বগুড়া-০৪ আসন থেকে ধানের শীষের প্রতিকে নির্বাচন করে ১ লাখ ৪৮ হাজার ৫৮৫ টি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।দীর্ঘ রাজনৈতিক জীবনে মোশাররফ হোসেন বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির মুখেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন। কখনো দলে বিভাজন সৃষ্টি করেননি কিংবা আন্দোলনের ময়দান ছেড়ে যাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় কর্মীরা মামলা-হামলার মুখে পড়লে মোশাররফ হোসেন নিজ উদ্যোগে ও নিজ খরচে তাদের জামিনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি বিপদগ্রস্ত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবরও নিয়মিত নিয়েছেন। এজন্য তিনি তৃণমূলের কাছে একজন মানবিক ও নিবেদিত নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অনেকেই মনে করছেন, তার পুনরায় মনোনয়ন পাওয়া বিএনপি’র তৃণমূলের মনোবল আরও শক্তিশালী করবে এবং বগুড়া-০৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিএনপি’র স্থানীয় নেতারা বলছেন, “মোশাররফ হোসেন এমন একজন নেতা যিনি কঠিন সময়েও দলকে আগলে রেখেছেন। নেতাকর্মীদের ভালো-মন্দের খোঁজ নিয়েছেন। তাই তার হাতে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে—এটা দলের জন্য সঠিক সিদ্ধান্ত।”

এ বিষয়ে  বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন,  আলহামদুলিল্লাহ টানা দ্বিতীয়বারের মত দেশ নায়ক তারেক রহমান বগুড়া-০৪ আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। দেশনায়ক তারেক রহমান আমাকে ভালোবাসেন আমার উপর আস্থা রাখেন বিধায় পুনরায় আমাকে বগুড়া-০৪ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রথমেই দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন, বিএনপি ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন  করবে। তারই ধারাবাহিকতায় বগুড়া -০৪ আসন থেকে প্রিয় লিডার তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে। তাই আমরা বগুড়া-০৪ আসনটি ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিতে চাই। এবং আমরা আশাবাদী বগুড়া-০৪ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD