চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর কুরআনের আলো সংগঠনের বার্ষিক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে রহনপুর বড় বাজার লালন মার্কেটের দ্বিতীয় তলায় রহনপুর
কুরআনের আলো সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সুধী সমাবে অনুষ্ঠিত হয়।
রহনপুর কুরআনের আলোর উপদেষ্টা অবসর প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার বিশ্বাসের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন কুরআনের আলো সংগঠনের সভাপতি মো. রবিউল আওয়াল। এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদের সদস্য মুঃ তরিকুল ইসলাম বকুলরহনপুর কুরআনের আলো সংগঠনের সহ-সভাপতি ও সাংবাদিক মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নেশ মোহাম্মদ মন্টু, উত্তর রহনপুর কেন্দ্রীয় আহলে হাদীসের পেশ ইমাম মাওলানা আব্দুল বাসির, রহমতপাড়া মিনার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদিকুল ইসলাম, ইসলাম নগর জামে মসজিদের পেশ ইমাম আব্দুল আজিম প্রমূখ।
ইসলামের মূল আদর্শকে সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করার লক্ষ্য ২০১৯ সালে রহনপুর কুরআনের আলো সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা গুলোকে নিয়ে প্রতি বছর কুরআন তেলওয়াতের প্রতিযোগিতা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
#
মেঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
৩১-১০-২০২৫